সম্প্রতি অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ৩০টি এলাকার নতুন নামকরণ করে চতুর্থ তালিকা প্রকাশ করেছে চিন। অরুণাচল প্রদেশকে ‘জাঙ্গান’ নাম দিয়েছে তারা। এ হেন চিনা আগ্রাসনের মুখে ‘দুর্বল প্রতিক্রিয়া’ দিয়েছে মোদী সরকার। এ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রীকে তাঁর প্রশ্ন, চিন যখন ভারতে ঢুকে তখন কি আফিম খেয়ে ঘুমোচ্ছিলেন?
কংগ্রেস সভাপতির প্রশ্ন, চিনকে অরুণাচল প্রদেশে ঢোকার সুযোগ দেওয়া হল কেন? প্রধানমন্ত্রীকে ‘মিথ্যাবাদীদের সর্দার’ বলে তোপ দেগে খাড়গে বলেন, ‘মোদী বলেন ওঁর ৫৬ ইঞ্চির ছাতি। উনি ভয় পান না। যদি ভীত হয়ে না থাকেন তাহলে আমাদের ভূখণ্ড কেন চিনের হাতে তুলে দিয়েছেন? চিন যখন ভারতে অনুপ্রবেশ করছে, তখন কি আপনি ঘুমোচ্ছিলেন? ঘুমের ওষুধ খেয়েছিলেন? নাকি রাজস্থানের খেত থেকে আফিম নিয়ে গিয়ে আপনাকে খাইয়ে দিয়েছিল?’