লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার এবং কোচবিহারের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও রকম দ্বন্দ্বের কারণে দল হারলে সেটা বরদাস্ত করা হবে না। যদি মতবিরোধ থাকে তাহলে দল ছাড়ুন কড়া বার্তা দিয়েছেন তিনি।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রাজ্যে। উত্তরবঙ্গের তিন জেলায় হবে ভোট। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে গিয়েছেন সেখানে। গত পরশু অর্থাৎ রবিবার বিকেলে বিধ্বংসী টর্নেডো ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছিল। ৫ জনের মৃত্যু হয়েছে ঝড়ে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-কোচবিহার জেলার একাধিক গ্রাম। অসংখ্য মাটির বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। পাকা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। এখনও হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। সেখানে আহকতদের দেখতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।