নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার দৌড় শুরু এই জমিতেই। বিশ্বের অন্যতম প্রাচীন পোলো খেলার মাঠ হপ্তা কাংজেইবাম ভরিয়ে দিয়েছিল জনতা। হাত উপুড় করে ভোটও দিয়েছিল ‘পদ্মপাত্রে’। মোদী বলেছিলেন, এই ভূমি তাঁর কাছে পবিত্র। বলেছিলেন বিজেপির আমলে সব দুর্দিন অতীত হয়ে সুদিনের সূচনা হল।
সেটা ছিল ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি। সে দিন তিনি রাজ্যে ‘১০০ দিনে সুদিন আনা’র গ্যারান্টি দিয়ে গিয়েছিলেন। ঠিক এক দশকের মাথায় সেই জমিই ফুঁসছে তাঁর বিরুদ্ধে। স্লোগান উঠছে, ‘‘নো পিস, নো ভোট!’’ মহিলারা সমস্বরে বলছেন, ভোট দিতেই হলে টিপবেন নোটা-র বোতাম। শরণার্থী থেকে আশ্রয়দাতা- সব কণ্ঠে একই সুর।
রাত প্রায় ১০টা। রাস্তার পাশে নুপি বা মহিলাদের ছাউনিতে রান্নাবান্না চাপানো হয়েছে সদ্য। একে একে জড়ো হচ্ছেন পাড়ার মহিলারা। ব্যাপার জানতে দাঁড়িয়ে পড়লাম। রাজ্যে হিন্দি সিনেমা দেখানো বন্ধ বলেই হয়তো হিন্দি বলা ও বোঝার চল একেবারেই কম এখানে। তার উপরে ভোটের কথা জিজ্ঞাসা করতেই উত্তেজনার চোটে আরও কথা হারালেন লালধনি দেবী। তার মধ্যেও প্রতিশব্দ হাতড়ে যা বললেন তার অর্থ, “কিসের ভোট। সরকার ১১ মাসেও শান্তি আনতে পারল না। কোন মুখে ভোট চাইবে?”
মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের দাবি যখন প্রবল, তখনই এক দিন পদত্যাগপত্র হাতে গাড়ির কনভয় নিয়ে বেরিয়েছিলেন তিনি। রাস্তায় মহিলা বাহিনীর পথরোধ ও তাঁর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলার চিত্রনাট্যকে হাতিয়ার করে বিজেপি দাবি করছিল, মহিলারাই বীরেনকে বলছেন ‘যেতে নাহি দিব’!