এবার উত্তরবঙ্গের লোকসভা আসনগুলি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়ে নয়া স্ট্র্যাটেজি নিয়ে নির্বাচনী ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গজুড়ে পরপর নির্বাচনী সভা শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ভোট স্ট্র্যাটেজি নিয়ে জমি প্রস্তুত করতে নামছেন তাঁর সেনাপতি অভিষেক। আজ, মঙ্গলবার যেমন কোচবিহার লোকসভা নিয়ে কৌশলী বৈঠক করবেন তিনি। এদিন দুপুরে কোচবিহার জেলা নেতৃত্বের সঙ্গে হবে তাঁর এই বৈঠক।
সম্প্রতি উদয়ন গুহকে আক্রমণ করেছেন নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠরা৷ এমনটাই অভিযোগ তৃণমূলের। এই অবস্থায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বলেন, সকলের নজর সেদিকেই৷ অভিষেক অবশ্য ওই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকার আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যারা অন্যদেরকে ভয় দেখাচ্ছে এবং সমাজবিরোধীদের সাহায্য করছে, তারা দেখিয়ে দিচ্ছে যে তাদের পায়ের তলার মাটি হারিয়ে গেছে। আমরা ব্যালটের মাধ্যমে বুলেটের জবাব দেব। কোচবিহারের মানুষ প্রমাণ করবে যে এই মাটিতে সন্ত্রাসবাদীদের কোনও স্থান নেই।’
তাঁর মতে, ‘যারা মানুষের শক্তিতে বিশ্বাস করে না, তারা কেবল এরকম সস্তা কৌশল এবং সহিংসতার পথ অবলম্বন করবে। আমরা মানুষের ক্ষমতার সামনে সত্যি কথা বলায় বিশ্বাস করি। আমি মনে করি সমগ্র কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আগামী ১৯ এপ্রিল বিজেপিকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। শুধু অপেক্ষা করুন এবং দেখুন। এবার এখান থেকে আমাদের চমকপ্রদ ফলাফল হবে৷ যেখানে বিজেপিকে তাদের নিজেদের ওষুধই খাওয়াতে হবে এবং যে ভাষায় তারা বোঝে, বাংলার মানুষের পক্ষ থেকে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে।’