দার্জিলিঙে দল রাজু বিস্তাকে ফের টিকিট দিতেই ফোঁস করে উঠেছেন গোড়া থেকেই ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব থাকা কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ইতিমধ্যেই রাজুর বিরুদ্ধে ভোটে লড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। যার ফলে দার্জিলিংয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন বিজেপি প্রার্থী৷
প্রসঙ্গত, রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে পাহাড়ের বিজেপি নেতাদের একাংশের মধ্যেই আপত্তি ছিল৷ দার্জিলিংয়ে প্রার্থী হিসেবে প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার নামও প্রবল ভাবে শোনা যাচ্ছিল৷ যদিও শেষ পর্যন্ত রাজু বিস্তাকেই প্রার্থী করে বিজেপি। বিষ্ণুপ্রসাদ অবশ্য আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, ভূমিপুত্রকে প্রার্থী না করলে নির্দল হিসেবে তিনি প্রার্থী হবেন৷ সেই সিদ্ধান্তে অনড় থেকেই মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপ্রসাদ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে মহাকাল মন্দিরে পুজোও দেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক৷