মোদী-জমানায় মূল্যবৃদ্ধির প্রকোপ থেকে রেহাই নেই আমজনতার। এবার ফের দাম বাড়ছে জরুরি ওষুধের। এমনই জানিয়েছে জাতীয় ওষুধ মূল্য নির্ধারণকারী সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (এনপিপিএ)। আগামী ১লা এপ্রিল থেকে অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়তে চলেছে। ক’দিন আগেই প্রকাশ্যে এসেছে, ফার্মা সংস্থাগুলি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্বাচনী বন্ডে প্রায় ৯০০ কোটি টাকা দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, বিপুল অঙ্কের সেই টাকা তুলতেই ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিচ্ছে মোদী সরকার।
উল্লেখ্য, এনপিপিএ জরুরি ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বৃদ্ধি করছে। প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন-সহ বেশ কিছু স্টেরয়েড, ভিটামিন, মিনারেলের ওষুধের দাম বাড়ছে। গত বছরই বহু ওষুধের দাম ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ২০২২ সালে ১০ শতাংশ দাম বেড়েছিল। দৈনন্দিন প্রয়োজনীয় ব্লাড সুগার, প্রেশার, জ্বরের ওষুধের দাম অন্তত ১৫ শতাংশ বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ওষুধের এহেন দাম বৃদ্ধিতে আমজনতার প্রবল ক্ষোভের মুখে ফার্মা কোম্পানি ও মোদী সরকার। বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে।