লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আর এই আবহেই কলকাতার বড়বাজারে মোদী, মমতা, অভিষেক টিশার্টের রমরমা চলছে। ইতিমধ্যেই বাংলার ভোট ফ্যাশনে পদ্মকে ছাপিয়ে গিয়েছে জোড়াফুল।
প্রসঙ্গত, লোকসভা ভোটের প্রাক্কালে প্রিয় নেতা-নেত্রীকেই বুকে আগলে রেখে ঘুরতে চাইছেন মানুষ। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টিশার্টের চাহিদাও এখন বাড়ছে। তবে দৌড়ে সবচেয়ে এগিয়ে ‘বাংলার মেয়ে’।
মোদী টিশার্ট যেখানে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে বাজিমাত করেছে ‘দিদি’ গেঞ্জি। তাঁর মুখওয়ালা গেঞ্জি পরতে হলে গ্যাঁট থেকে খরচা করতে হবে ১০০ থেকে ১৬০ টাকা। কোথাও বা আবার সেই দামও ছাড়িয়েছে। অভিষেকের মুখওয়ালা টিশার্টের দাম ৬০ টাকা। অর্থাৎ বাংলার ভোট ফ্যাশনে মোদীকে টক্কর দিচ্ছেন অভিষেক।
গেঞ্জি ছাড়াও শাড়ি, ছাতা, সবেতেই এগিয়ে রয়েছেন মমতা। মোদী বহুদূর! আসলে বিজেপি বাইরে থেকে অর্ডার দেয় বলেই বড়বাজারে গেরুয়া রঙের ভাঁটা! আর জোড়াফুলের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বাম শিবির। শুধু তাই নয়, পতাকার বিক্রিও বেড়েছে। এদিকে মমতা ও অভিষেক মুখোশের দাম মারাত্মক!