বাংলায় তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠবে না বুঝে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিচ্ছে বিজেপি। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে ঘাসফুল শিবির। সিবিআই-ইডিকে এতদিন কাজে লাগানো হচ্ছিল। এবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে এনআইএ-কে কাজে লাগিয়ে ভোটের আগে তৃণমূল নেতাদের গ্রেফতার করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
শুক্রবার এক্স হ্যান্ডলে কুণাল লিখেছেন, ‘তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেফতার করতে হবে সেই তালিকা বিজেপির পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে এনআইএ’র এক অফিসারের হাতে। এই বিষয়ে নিজাম প্যালেসে গিয়েও বৈঠক করেছেন বিজেপির আর এক রাজ্য নেতা।’ পাশাপাশি, এনআইএ অফিসারের সঙ্গে বিজেপির দুই প্রার্থী গোপনে বৈঠক করেছেন বলে দাবি করেছেন কুণাল।
তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। শনিবার পূর্ব মেদিনীপুর–সহ বেশ কয়েকটি জায়গায় আবার তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে গ্রেফতার করতে অভিযানে যাবে এনআইএ। নিউটাউনে এসপি ডিআর সিংয়ের বাড়িতে দু’বার বৈঠক হয়েছিল, সেখানেই তৃণমূল নেতাদের নামের তালিকা তুলে দেওয়া হয় এবং দ্রুত তাঁদের সমন পাঠিয়ে গ্রেফতার করতে হবে বলা হয়েছে। এটা ঘটেছে কিনা তদন্ত করে দেখা হোক। কিছু নোটিশ ইতিমধ্যেই ছাড়া হয়েছে। আগামীকাল আরও কিছু ছাড়া হবে। এটা বাস্তব নাকি নয়।’