নতুন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে পুলিশ যাবে ভিনরাজ্যেও। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে মধ্যপ্রদেশে কাজ করবে এই রাজ্যের পুলিশ। কাজ করবে ছত্তিশগড়ের নির্বাচন প্রক্রিয়াতেও। কমিশন সূত্রে খবর, আপাতত রাজ্য থেকে ১৫ কোম্পানি পুলিশবাহিনী এবং তিনটি টিএসি দল যাবে এই দুই রাজ্যে। আগামী ৮ই এপ্রিল থেকেই ভোটের কাজ শুরু করে দিতে হবে তাঁদের। গত ২৩শে মার্চ ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে চিঠিতে এ ব্যাপারে কথাবার্তা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সেই চিঠিতেই ভোটের কাজে রাজ্যের পুলিশবাহিনীকে ব্যবহার করার বিষয়ে কথা রয়েছে।
প্রসঙ্গত, বুধবার এই চিঠির জের টেনেই রাজ্যের কোন কোন থানা থেকে পুলিশবাহিনী নেওয়া হবে, তার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী বাংলা থেকে মধ্যপ্রদেশে নির্বাচনের কাজে যাবে একটি টিএসি হেড কোয়ার্টার দল এবং পাঁচ কোম্পানি পুলিশ বাহিনী। ছত্তিশগড়ে যাবে দু’টি টিএসি দল এবং ১০ কোম্পানি পুলিশ বাহিনী। এর মধ্যে মধ্যপ্রদেশের পাঁচ কোম্পানি পুলিশবাহিনী যাবে দুর্গাপুর থেকে। ছত্তিশগড়ের জন্য ব্যারাকপুর থেকে পাঁচ কোম্পানি, উত্তরবঙ্গ থেকে একটি টিএসি দল এবং দুই কোম্পানি, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস থেকে এক কোম্পানি এবং কলকাতা পুলিশের একটি টিএসি দল ও দুই কোম্পানি পুলিশ যাবে বলে জানা গিয়েছে।