কুরুচিকর মন্তব্যে বরাবরই দড় তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের বেলাগাম বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে চরম অশালীন মন্তব্য করলেন তিনি।
স্বাভাবিকভাবে, ইতিমধ্যেই এ নিয়ে তোলপাড় রাজনৈতিক মহলে। প্রতিবাদে মুখর হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। নিজেদের ভিডিও বার্তায় দিলীপ ঘোষকে কড়া ভাষায় একহাত নিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, শশী পাঁজা। নিন্দার ঝড় উঠেছে অন্যান্য মহলেও।