ভোটপর্ব পুরো জমে উঠেছে বাংলায়। এখনও একাধিক আসনে প্রার্থী দেয়নি বিজেপি। তবে তার মধ্য়েই এবার বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কার্যত বারাসতের বিজেপি প্রার্থীকে নিশানা করে তিনি তোপ দেগেছেন। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ইনিই কি বিজেপির এবারের বারাসতের প্রার্থী। যদি হন তাহলে তিনি মাদককাণ্ডে ঘোষিত অপরাধী। বিজেপি ব্যাখা দিক। প্রার্থী খুঁজে না পেয়ে শেষে মাদক ব্যবসায়ী?’
এরপর তিনি একটি সংবাদপত্রের কাটিং যুক্ত করেছেন। সেখানে স্বপন মজুমদার নামে এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। তাকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বাসিন্দা হিসাবে উল্লেখ করা হয়েছে। গুয়াহাটি রেলস্টেশন তাকে হেরোইন সহ গ্রেফতার করা হয়েছিল বলে ওই সংবাদপত্রের কাটিংয়ে উল্লেখ করা হয়েছে।
এর সঙ্গেই তিনি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মনোনয়নপত্রের ছবি সংযুক্ত করেছেন। এই মনোনয়নপত্রটি বিধানসভা নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র। সেখানে স্বপন মজুমদারের বাড়ি গোপালনগর বলে উল্লেখ করা রয়েছে। তবে তিনিই আদৌ হেরোইন কেলেঙ্কারিতে অভিযুক্ত কি না তা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে সেখানে অপরাধ সংক্রান্ত যে স্বীকারোক্তি দেওয়া হয়েছে সেখানে গুয়াহাটিতে এনডিপিএস মামলার কথা উল্লেখ করা হয়েছে।
তবে এই পোস্টকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। বাস্তবে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে বিজেপি প্রার্থীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকী তাঁর ইমেজ নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে।