বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বললেন, “কোনও কাগজ লাগবে না। শুধু মন্দিরের পুরোহিতের সার্টিফিকেট দেখালেই সিএএ-র অধীনে নাগরিকত্ব পেয়ে যাবেন!” শুক্রবার হুগলির বলাগড়ে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় এই দাবি করলেন শুভেন্দু।
প্রসঙ্গত, ভোটের মুখে দেশ জুড়ে সিএএ কার্যকর করেছে মোদী সরকার। বিজেপির দাবি, এই আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য। এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও ব্যবস্থা নেই। বিরোধীদের দাবি, এই আইন থেকে মুসলিমদের বাদ দেওয়ায় কেন্দ্রের অভিষন্ধি স্পষ্ট। যদিও ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে একাধিক মহলে।