আবহাওয়া বাধ সাধলেও খামতি হল না প্রচারে। দুর্যোগ উপেক্ষা করেই বুধবার জনসংযোগ সারলেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী গোপাল লামা। উত্তরবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টির মধ্যেই দলের নেতা-কর্মীদের নিয়ে নেমে পড়লেন ঘাসফুল প্রার্থী। পদযাত্রা, বাইক র্যালি, কর্মিসভা করলেন। সব মিলিয়ে দুর্যোগপূর্ণ দিনেও প্রচার ছিল জমজমাট। নিম্নচাপের কারণে মঙ্গলবার রাত থেকে শিলিগুড়ির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল থেকে বৃষ্টি শুরু হয়। দুপুরেও বৃষ্টি চলে, বিকেলো বৃষ্টি থামলেও ঠান্ডা হাওয়া চলে। দিনভর ভোটের প্রচার চালিয়েছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। নকশালবাড়িতে বাইক র্যালি, কলসযাত্রা হয়। মন্দিরে পুজোও দেন তিনি।
পাশাপাশি, কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ছাতা মাথায় দিয়ে পুণ্ডিবাড়ি-সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন। আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টি ছিল। বৃষ্টি মাথায় নিয়ে কালচিনি ব্লকে ভোটের প্রচার চালান তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক। বৃষ্টি মাথায় করেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে প্রচার চালান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ক্রান্তি মোড়, বারোঘড়িয়া, গঙ্গাদেবী-সহ বিভিন্ন জায়গায় প্রচার সারেন তিনি।