দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে ইডি। কেজরীর গ্রেফতারের প্রতিবাদে এ বার দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিল আপ।
শুক্রবার সকাল ১০টায় তারা দিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু করেছে। প্রসঙ্গত, দিল্লির দীনদয়াল উপাধ্যায় (ডিডিইউ) মার্গে বিজেপি এবং আপের সদর দফতর। তাই সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকাতেই।
দিল্লিতে আপের আহ্বায়ক তথা কেজরীওয়াল মন্ত্রিসভার অন্যতম সদস্য গোপাল রাই এই গ্রেফতারিকে ‘গণতন্ত্রের হত্যা’ এবং ‘স্বৈরাচারের ঘোষণা’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “যাঁরা যাঁরা বিজেপির স্বৈরাচারী নীতির বিরুদ্ধে, তাঁরা সকলে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করুন।”
আপের কর্মসূচি থেকে অশান্তি ছড়াতে পারে এমন আশঙ্কা থেকে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। বিজেপির সদর দফতরের সামনে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। মধ্য দিল্লির দিকে যাওয়া গাড়িগুলিকে যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লি মেট্রোর তরফে জানানো হয়েছে, তারা পুলিশের পরামর্শ মেনে আইটিও মেট্রো স্টেশন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।