আগেই আশঙ্কা প্রকাশ করেছিল আম আদমি পার্টি। হলও তাই। গতকাল আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। আর তারপরই একযোগে নিন্দায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কেজরির গ্রেফতারির ঘটনায় ধিক্কার জানিয়ে এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘স্বৈরাচারী শাসক ভয় পেয়ে গিয়েছে এবং এরা গণতন্ত্রকে মেরে ফেলতে চাইছে।’ সবথেকে গুরুত্বপূর্ণ হল রাহুল লিখেছেন, ‘ইন্ডিয়া জোট এর কড়া জবাব দেবে।’
নিজের এক্স হ্যান্ডেলে রাহুল আরও লিখেছেন, ‘রাজনৈতিক দলগুলিকে ভেঙে দেওয়া, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েও অসুরীয় শক্তি থামেনি। এবার নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীদেরও গ্রেফতার করা যেন সাধারণ বিষয় হয়ে গিয়েছে। শুধু রাহুলই নন, কেজরির গ্রেফতারির পর নিন্দায় সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারি সম্পূর্ণ অসাংবিধানিক বলেই মনে করছেন প্রিয়ঙ্কা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ভোটের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করা হচ্ছে।’