ব্রিগেডে ভরা মাঠ থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। তার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। ভোটযুদ্ধে জিততে ঘাঁটি গেড়েছেন দুর্গাপুরে। বিহার থেকে নিয়ে এসেছেন স্ত্রীকেও।
আগেই বলেছিলেন, বিহারি হলেও বাঙালির মাছ-ভাত তাঁর বড় পছন্দের। তাই বৃহস্পতিবার সকালে নিজেই সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন বাজারে। রথ দেখা-কলা বেচার মতো একসঙ্গে বাজারও করলেন, বাজারে দাঁড়িয়ে সারলেন জনসংযোগও।
বৃহস্পতিবার সকালে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল নটার দিকে সাইকেল চালিয়ে কীর্তি আজাদ চলে যান চণ্ডীদাস বাজারের ফলের দোকানে। কেনেন আপেল, লেবু, বেদানা, কলা। সেখান থেকে যান সবজি বাজারে। সাধারণ মানুষের মন ছুঁতে সবজি বাজারেই জনসংযোগ সারলেন তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদ। বাজারের শনি মন্দিরে প্রণাম করে সবজি বাজারে ঢুকে কেনেন, উচ্ছে, আলু, পটল, টমেটো, শাক। সবজি বাজার করেই ঢুঁ দিলেন মাছ বাজারে। সেখানে কেনেন বাঙালির প্রিয় ইলিশ। মাছ বাজারেও সারেন জনসংযোগ। বিরোধীদের ‘অপপ্রচার’ নিয়ে বোঝান মানুষজনকে।