দীর্ঘদিন ধরেই এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল তাঁর নাম। অবশেষে এবার আসাম থেকে গ্রেপ্তার ইসলামিক স্টেটের ভারতীয় শাখার প্রধান হ্যারিস ফারুকি। আসাম পুলিশের বিশেষ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আইসিসের আরও এক শীর্ষ নেতাও। এনআইএর হাতে তুলে দেওয়া হবে এই ২ জঙ্গি নেতাকে।
জানা গিয়েছে, বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আসামের ধুবুরি থেকে এদিন দুই জঙ্গি নেতাকে আটক করা হয়। সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার ছক ছিল তাঁদের। সেই খবর পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে।
গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধুবুরিতে কাজ শুরু করে আসাম পুলিশের এসটিএফ। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সময়েই ধরা পড়েন হ্যারিস ও তাঁর সহযোগী আরও এক আইসিস নেতা। সূত্রের খবর, বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে চেয়েছিলেন হ্যারিস।