ক্রমশই অপরাধীদের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। এবার সেখানের বদায়ুনে নৃশংসভাবে দুই ভাইকে খুন করলেন এক ব্যক্তি। অভিযুক্তকে গুলি করে মারল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়িয়েছে এলাকায়। ক্ষুব্ধ স্থানীয়রা আগুন লাগিয়ে দেয় একটি দোকানে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের বদায়ুনের বাবা কলোনির বাসিন্দা ওই দুই নাবালক। সম্পর্কে তাঁরা দুই ভাই। একজনের বয়স ১১ ও অপরজনের বয়স ৭। গত মঙ্গলবার তারা নিজেদের বাড়ির ছাদে খেলছিল। এই সময় অভিযুক্ত আসে। পেশায় নাপিত ওই যুবক বাড়িতে ঢুকে চা খেতে চায়। চা খেয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎই অভিযুক্ত পরপর দুই ভাইয়েরই গলা কেটে দেয়।
খুনের পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও, পরিবারের সদস্যরা দেখে ফেলেন। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারাও জড়ো হন। তারা অভিযুক্তকে আটকে রাখেন। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশও। এনকাউন্টারে মৃত্য়ু হয় অভিযুক্তর।
এই ঘটনার পর এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। কী কারণে ওই দুই নাবালককে খুন করা হল, তার তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি দোকানেও।