দুয়ারে লোকসভা নির্বাচন। সরগরম রাজ্য-রাজনীতি। জোরকদমে চলছে প্রচার। বুধবার চন্দননগর পুরসভার সাফাই কর্মীদের পাত পেড়ে খাওয়ান তৃণমূলের হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পরিবেশন করে খাওয়ালেন পাশাপাশি নিজেও অংশ নিলেন ভোজে। টানা চারদিন ধরে হুগলিতে প্রচার করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। পুরোদস্তুর রাজনীতিকের মতোই ভোট ময়দানে নেমেছেন তারকা প্রার্থী। গত পাঁচ বছরে হুগলির সাংসদ লকেটের কাজে খতিয়ান, তহবিলের টাকা খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন রচনা। রাজনৈতিক মহল বলছে, বিরোধী শিবিরেও নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বলেন, তিনি ‘দিদি নম্বর ওয়ান’ হতেই এসেছেন। গত চারদিনে মানুষের ভালোবাসা পেয়ে, তিনি নিশ্চিত হুগলি লোকসভা আসনে এবার ঘাসফুল ফুটছেই। তিনি আরও বলেন, জীবনে অনেক কিছুই অর্জন করেছেন। এবার মানুষের জন্য কাজ করতে চান। সংসদীয় এলাকার মানুষকে অভিযোগ করার সুযোগ দেবেন না। এটাই তাঁর এক ও একমাত্র প্রতিশ্রুতি। তাঁকে কোথাও খুঁজতে যেতে হবে না। কোনও শংসাপত্রের জন্য দুর্ভোগে পড়তে হবে না বলেও কথা দেন তিনি।