লোকসভা নির্বাচনের আগে বিহারে ‘ঘর’ গোছাতে ব্যস্ত মহাজোট ‘ইন্ডিয়া’। যদিও সেখানে এখনও বিরোধী জোটের আসনবণ্টন চূড়ান্ত হয়নি। কিন্তু এর মধ্যেই জল্পনা বাড়িয়ে আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর পুত্র তেজস্বীর সঙ্গে বৈঠক করলেন জন অধিকার পার্টির (জেএপি) প্রধান পাপ্পু যাদব। সূত্রের খবর, লোকসভা ভোটের আগেই মহাজোটে যোগ দেবেন তিনি। শুধু তা-ই নয়, কংগ্রেসের সঙ্গেও পাপ্পুর ‘হাত’ মেলানোর জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, মঙ্গলবারের বৈঠকে পাপ্পুর সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের। সংবাদমাধ্যম সূত্রে খবর, আসন্ন লোকসভা ভোটে আরজেডির সঙ্গে যুক্ত হবেন পাপ্পু। এমনকি, কোন আসন থেকে তিনি প্রার্থী হবেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। বুধবার পাপ্পু বলেন, ‘আমাদের এখন একমাত্র লক্ষ্য যে কোনও মূল্যে বিজেপিকে আটকানো। বিজেপির আর্দশের বিরুদ্ধে লড়াই করতে আমাদের।’ উল্লেখ্য, ২০১৪ সালে মাধেপুরা লোকসভা কেন্দ্র থেকে লড়ে সাংসদ হয়েছিলেন পাপ্পু। শোনা যাচ্ছে, এবারও সেই আসন থেকেই তাঁকে টিকিট দিতে পারেন লালু।