কার্যত দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই জোরকদমে আরম্ভ হয়ে গিয়েছে ভোটের প্রচার। রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দেওয়াল লিখনে উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারের ছবি। কয়েক বছর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে তফসিলি মহিলাদের প্রতিমাসে ১০০০ টাকা ও সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কালক্রমে বাংলাজুড়ে ব্যাপক সাফল্য পেয়েছে এই প্রকল্প। ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে এই প্রকল্পের সুফল মিলেছিল তৃণমূলের ভোটবাক্সে। বর্তমানে এই প্রকল্পে সাধারণ মহিলাদের ১০০০ টাকা ও তফসিলিদের ১২০০ টাকা করে দেওয়া হয়।
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছে ঘাসফুল শিবির। বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে দল। সাংগঠনিক দিক দিয়ে বিশ্বজিৎ দাসের যথেষ্ট দক্ষতা রয়েছে। সেই কথা মাথায় রেখে বিজেপির হাত থেকে বনগাঁ লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিতে তাঁর উপরেই ভরসা করছে তৃণমূল। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন কর্মীরা। দেওয়াল লিখনে ভোটের প্রচারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। প্রার্থীর নামের পাশে বড় করে আঁকা লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে প্রাপ্য অর্থের কথাও উল্লেখ করা হয়েছে একাধিক স্থানে।