এর আগে একাধিক বার উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। গত জানুয়ারি মাসেই দলীয় এক সভা থেকে সিপিএমকে ঠ্যাঙানোর নিদান দিয়েছিলেন। এবার লোকসভা ভোট মেটার পর তৃণমূলের ট্রিটমেন্ট করার হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। রবিবার সন্ধ্যায় ওন্দা বিধানসভার সানবাঁধা পঞ্চায়েতের তমালতলায় দলীয় প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘লোকসভা ভোটের পরই তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে।’
অমরনাথের ওই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা বলেন, বিজেপি বিধায়ক, সাংসদদের কোনও রুচিবোধ নেই। তাঁরা শুধু হিংসা ছড়াতে জানেন। মানুষের ভোট পেয়ে কোনও কাজ তাঁরা করেননি। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই বিজেপি বিধায়ক উস্কানিমূলক মন্তব্য করছেন। জনতাই এবারের ভোটে বিজেপির ট্রিটমেন্ট করে দেবে।