শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়ে একসময় চাকরিপ্রার্থীদের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু আচমকাই বোমা ফাটিয়ে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দল তাঁকে তমলুক লোকসভা আসনে প্রার্থী করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। বিভিন্ন মঞ্চে তৃণমূলকে বিঁধছেনও তিনি। পালটা দিতে ছাড়ছে না ঘাসফুল শিবিরও। এবার প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তোপ দাগলেন শওকত মোল্লা। তাঁর দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারব্যবস্থার কলঙ্ক।
ক্যানিংয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত। তিনি বলেন, ‘বিচারব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে আমি টিভিতে দেখছিলাম উনি নিজেকে গোখরো বলেছেন। আমি বলে রাখি, বিষধর সাপকে কী করে বশে আনা যায় তা ভাল করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ তাঁর সংযোজন, ‘তমলুকে দেবাংশুকে প্রার্থী করেছে দল। ও ইতিমধ্যেই ওখানকার বিজেপি নেতাদের ল্যাজেগোবরে করে ফেলেছে। তমলুকের মানুষরাও প্রাক্তন বিচারপতিকে জব্দ করে দেবে।’