বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। তবে সোমবার গার্ডেনরিচের বিপর্যয়ের ঘটনার পর মাথায় ব্যান্ডেজ নিয়েই এলাকা পরিদর্শনে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নেও গেলেন তিনি।
গত বৃহস্পতিবার মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়ে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে হাসপাতালেই থাকতে পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যান। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছিল হাসপাতাল। তবে সোমবার গার্ডেনরিচের ঘটনার পর মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে গেছিলেন তিনি। পরবর্তী সময়ে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। মঙ্গলবার নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ছবি প্রথম পোস্ট করা হয়েছিল তাতে দেখা গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ঠিক মাঝখানে ক্ষত তৈরি হয়েছে। নাকের উপরেও ক্ষতের দাগ রয়েছে। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা জানিয়েছিলেন, বাড়ির মধ্যেই কোথাও পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়। পাশাপাশি লালবাজারের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে যে খবর আপাতত সূত্র মারফৎ মিলছে তাতে জানা গেছে, প্রাথমিক ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। এখন আগের থেকে বেশি স্থিতিশীল। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই সেলাই কাটা হতে পারে তাঁর।