প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার পরে এ বার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া। লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থিতালিকা ঘোষণার পরেই বিদ্রোহের আঁচ কর্নাটক বিজেপিতে। সোমবার ৭১ বছরের প্রবীণ নেতা সদানন্দ বিজেপি ছাড়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমার সঙ্গে অন্য দলও যোগাযোগ করেছে। কথা বলেছে।’
সদানন্দ জানিয়েছেন, সোমবার তাঁর জন্মদিন বলে কোনও রাজনৈতিক কথা বলবেন না। তিনি বলেন, ‘শীঘ্রই আমার মনের যন্ত্রণার কথা প্রকাশ্যে আনব।’ বেঙ্গালুরু উত্তরের দু’বারের সাংসদ সদানন্দকে এ বার টিকিট দেয়নি বিজেপি। সেখানে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শোভা করান্দলাজেকে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী ছাড়াও অতীতে সে রাজ্যের বিজেপি সভাপতি এবং নরেন্দ্র মোদী সরকারের রেলমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভোক্কালিগ্গা জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতা সদানন্দ। তিনি দল ছাড়লে লোকসভা ভোটে দক্ষিণ কর্নাটকে বিজেপি সমস্যায় পড়তে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।