লোকসভা নির্বাচন আসন্ন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। এ বারও ৭ দফায় ভোট গোটা দেশে। চলবে ১ জুন পর্যন্ত। সম্প্রতি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণা হয়ে সম্পূর্ণ। জোরকদমে চলছে প্রচার পর্ব। সঙ্গে চলছে রেষারেষি পর্ব, বিরোধী দলকে নিয়ে চলছে রীতিমতো কাদা ছোড়াছুড়ি। শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি। তবে সরকারের শীর্ষাসনে কে বসবে, সেটা সময়ই বলবে! এই মূহুর্তে লোকসভায় ৫৪৩ টি আসন। কিন্তু তার মধ্যে এনডিএ-এর দখলেই থাকবে ৪০০ টি আসব। কারণ নির্বাচনে জয়জয়কার হবে বিজেপির, সেটাই বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
৫ ফেব্রুয়ারি রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চস্বরে বলেছিলেন যে, এবার ভোটে এনডিএ ৪০০ টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। আমাদের তৃতীয় মেয়াদ খুব বেশি দূরে নয়, সর্বাধিক ১০০-১২৫ দিন বাকি। সমগ্র জাতি বলছে ‘আবকি বার, ৪০০ পার’। আর তার মধ্যে বিজেপি একাই পাবে ৩৭০টি আসন, এবং এনডিএ ব্লক ৪০০টি আসন পাবে।”
এবার প্রধানমন্ত্রীর এহেন আত্মবিশ্বাসে জল ঢেলে দিল বিরোধী দল কংগ্রেস নেতা তথা অভিনেতা প্রকাশ রাজ। নাম না করেই তাঁকে তুলোধনা করলেন অভিনেতা। সঙ্গে প্রধানমন্ত্রী কে ঠুকে তাঁকে অহংকারীও বললেন। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম স্পষ্টভাষী অভিনেতা তিনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে একেবারে পিছু হঠেন না অভিনেতা। মুলত তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা। খল চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো সাড়া ফেলে দেয় দর্শকমহলে। সম্প্রতি আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে কর্ণাটকের চিক্কামগালুর প্রেসক্লাবে বক্তৃতায় ক্ষমতাসীন দলের নাম না নিয়ে অনেক কথাই বললেন প্রকাশ রাজ। এছাড়াও, নাম না নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে কটূক্তি করেছেন তিনি। তাঁর কথায়, ‘যারা ৪২০ বা ৪০০ আসন নিয়ে ফিরে আসার কথা বলছে, সেটা যেকোনও দলই হোক না কেন, কংগ্রেস অথবা অন্য কোনো দল, এই কথাটির মধ্যে তাঁদের সম্পূর্ণ অহংকারকে বোঝায়।’