হুগলি লোকসভা কেন্দ্রে ফের লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু তাঁকে চাই না বলে পোস্টার পড়েছে কেন্দ্রের বিভিন্ন জায়গায়। এবার বাঁশবেড়িয়ায় এলাকার বিজেপি নেতাদের বিরুদ্ধে পড়ল পোস্টার। সেখানে তাদের উল্লেখ করা হল তৃণমূলের দালাল বলে।
বাঁশবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ধোপাঘাট এলাকা-সহ বাঁশবেড়িয়ার বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ এবং রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর ছবি দিয়ে তৃণমূলের দালাল বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টারে। যদিও এই পোস্টার কে বা কারা মেরেছে তার কোন উল্লেখ নেই। ওই তিন নেতার ছবি দিয়ে লেখা হয়েছে তৃণমূলের দালালগুলোকে হুগলি থেকে দূর হঠাও।
প্রসঙ্গত, লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বার প্রার্থী হওয়ার পর থেকেই হুগলির বিভিন্ন জায়গায় প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দেখা গিয়েছে। চন্দননগর, ধনিয়াখালি,পান্ডুয়ায় লকেটকে চাই না বলে পোস্টার পড়ে। বিজেপি ও লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ ছিল তৃণমূল এসব করছে। বিজেপি সংঘবদ্ধ আছে। ভোটের সময় তাদের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে তৃণমূল।
যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ ছিল লকেটকে ৫ বছর দেখা যায়নি এলাকায়। উল্লেখযোগ্য কোনো কাজও তিনি করেননি। দলের কর্মিরাই প্রার্থীকে চাইছে না। তাই ক্ষোভ বেরিয়ে পড়ছে। বাস্তবেও দেখা যাচ্ছে লকেটের প্রচারে পুরোনো বেশ কিছু নেতাকর্মী অনুপস্থিত যারা দলের সব কর্মসূচিতে একসময় থাকতেন।