রাজ্যকে আবাস যোজনার টাকা দেওয়া হয় না। কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে একাধিক সভা বা মিছিল থেকে এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। এবার লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বকেয়া নিয়ে তাঁর সঙ্গে মুখোমুখি বসুক বিজেপি নেতৃত্ব। সম্প্রতি এক্স মাধ্যমে পোস্ট করে বিজেপিকে এই বার্তা দিয়েছেন অভিষেক।
ভোটের আগে বারবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদীও সভা করতে এসে বকেয়া টাকার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। কেন টাকা বন্ধ করা হয়েছে, সে কথা বলতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন মোদী। এরপরই এক্স মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন অভিষেক।
অভিষেক এক্স মাধ্যমে লিখেছেন, ‘মিথ্যা কথা ছড়াবেন না। বিজেপি নেতৃত্বকে বলব, আমার সঙ্গে ওয়ান টু ওয়ান ডিবেটে বসুন। আবাস যোজনা ও এমজিএনআরইডিএ-র ১ টাকাও যদি দিয়ে থাকেন, তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন।’ তাঁর দাবি, ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে হারের পর থেকে আর কোনও টাকা দেয়নি কেন্দ্র।
উল্লেখ্য, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকার ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন অভিষেক। এই ইস্যুতে বিক্ষোভ দেখাতে দিল্লিও গিয়েছিলেন অভিষেক।