বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
এবার ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশিকা জারি করা হল। ভোটের সূচি ঘোষণার আগেই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা নিয়োগ করবে রাজ্য। পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করবে রাজ্যের সরকারি স্কুলগুলোতে প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা। মোট ৪০টি শূন্যপদ-এর তালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন।