লোকসভা নির্বাচনে ৪০০ আসনের টার্গেট নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এবারে পদ্ম নেতাদের বিশেষ ফোকাসে দক্ষিণ ভারত। সম্প্রতি তামিলনাড়ু সফরে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। পরিবারতন্ত্রের অভিযোগ তুলে শাসকদল ডিএমকে-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।
তামিলনাড়ুতে পদ্ম ফোটানোর প্রচেষ্টায় চলতি বছর চারবার সে রাজ্যে সফর করেছেন প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও বিজেপি সেখানে লোকসভায় তেমন ফায়দা করতে পারেবে না। দক্ষিণের দু’টি রাজ্য মিলিয়ে গেরুয়া শিবিরের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। ধাক্কা খেতে পারে বিজেপি। একটি জনমত সমীক্ষায় এমনটাই ইঙ্গিত মিলছে। এবারের লোকসভা ভোটেও বিজেপি এ রাজ্যে খাতা খুলতে পারবে না বলে জানা যাচ্ছে। তবে এই ধরণের জনমত সমীক্ষা ইঙ্গিত মাত্র। বাস্তবের সঙ্গে এর মিল নাও থাকতে পারে।
লোকসভা ভোটের আগে এবিপি এবং সি ভোটার একটি জনমত সমীক্ষা করেছে। যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের ঝড় উঠবে। ওপিনিয়ন পোলের রিপোর্ট মোতাবেক, এই রাজ্যের ৩৯টি আসনেই জিতবেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা। অন্যদিকে, BJPM AIADMK এবং অন্য দলগুলি খাতাও খুলতে পারবে না।
ভোটের শতাংশের বিচারে এবিপি সি ভোটারের জনমত সমীক্ষা জানাচ্ছে, ইন্ডিয়া জোটের ঝুলিতে যাবে ৫৫ শতাংশ ভোট। AIADMK পেতে পারে ২৮ শতাংশ ভোট। বিজেপি পাবে মাত্র ১১ শতাংশ। অন্যদের ঝুলিতে যাবে ৬ শতাংশ ভোট।