বিরোধীদের উদ্দেশে অশালীন মন্তব্য করাই হোক বা হুমকি দেওয়া থেকে কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একদম ওপরের দিকেই নাম থাকে দিলীপ ঘোষের। লোকসভা ভোটের প্রাক্কালেও একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন তিনি। সম্প্রতি মেদিনীপুরের বিধায়ক তথা লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে উদ্দেশ্য করে দিলীপ বলেছেন, সুন্দর মুখ দেখে আর ভোট দেবে না।
আবার তৃণমূল কর্মীদের আক্রমণ করে তাঁর মন্তব্য, কানের নিচে দু’থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না। আর এবার মেজাজ হারিয়ে একদম স্পষ্টাস্পষ্টি তিনি জানিয়ে দিলেন, ‘আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই’! তাঁর কথায়, ‘তৃণমূলের পুরনো লোকজন জানে আমার ওদের ওপর কতটা রাগ আছে। এখানে যত দাদাগিরি ছিল সব বন্ধ করে দিয়েছি। আগামী দিনে আরও বন্ধ করব। ওঁরা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করিয়ে নেবেন, গুন্ডামি করবেন। তাহলে জেনে রাখুন, দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই।’ স্বাভাবিকভাবেই দিলীপের এই মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।