বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের ভোটের মুখে বিতর্কিত কথা বলে বসলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, “আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই।” সাংসদের এই মন্তব্যে প্রবল শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলায় মোড়ে চা চক্রে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দিলীপ।
তৃণমূল সাংসদ বলেন, “তৃণমূলের পুরনো লোকগুলো জানে আমার ওদের উপর রাগ। এখানে যত দাদাগিরি ছিল তা বন্ধ করেছি। আগামী দিনেও বন্ধ করব। ওনারা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করবেন, গুন্ডামি করবেন। তাহলে জেনে রাখুন, দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই।” ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে ঘাসফুল শিবির।