নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য শিক্ষাদফতর। তা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীকেই এই ট্যাব দেওয়া হবে। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০,০০০ টাকা করে দেওয়া হত। এবার সেটা একাদশ শ্রেণিতেই পাবেন পড়ুয়ারা। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণিতে ভরতি হলে টাকা মিলবে সেই টাকা। আগেই শিক্ষাদফতর থেকে জানানো হয়েছিল একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ট্যাবের জন্য এই টাকা দেওয়া হবে। এবার এনিয়ে জারি হল বিজ্ঞপ্তি।
প্রসঙ্গত, এতদিন কেবলমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই ট্যাব দেওয়া হত। সেই ট্যাব এবার দেওয়া হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। করোনার সময় থেকে পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মতো পদক্ষেপ নেওয়া হয়। মূলত অনলাইনে পড়াশোনা করার জন্য় এই ট্যাব দেওয়ার কাজ শুরু হয়েছিল। এর জেরে প্রচুর পড়ুয়াদের সুবিধা হয়েছিল। তবে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। করোনা চলে গেলেও ছাত্রছাত্রীরা ট্যাব পাবেন।
