বিরোধীদের হুমকি দেওয়াই হোক কিংবা কারও উদ্দেশে অশালীন মন্তব্য করা, কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একদম ওপরের দিকেই নাম থাকে দিলীপ ঘোষের। এবার তৃণমূলের বাইক র্যালিতে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থকদের বিজেপি বিরোধী স্লোগান দিতে দেখে ফের বেফাঁস মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘ভাদুতলায় আমাকে দেখে বেশ কিছু লোক ঘেউঘেউ করতে শুরু করল। আমি এখন থেকেই তৃণমূল নেতাদের বলে দিচ্ছি, যদি ভাবেন এভাবে ভোট করাবেন, আমরা কিন্তু পোস্টার ব্যানার নিয়ে ভোট করব না, অন্য কিছু নিয়ে ভোট করব।’
তৃণমূল কর্মীদের নিশানা করে দিলীপ ঘোষ আরও বলেন, ‘যারা কানে দুল পরে চেঁচামেচি করছে, তারা বাড়িতে যেন বলে আসে নামটা কেটে দিতে। দিলীপ ঘোষ এরকম জোচ্চোরদের বুকে পা দিয়ে ১৮ টা এমপি জিতিয়েছে। দিলীপ ঘোষ সমাজ বিরোধী, গুন্ডা, পকেটমারদের ভয় পায় না। কানের নীচে দুটো থাপ্পড় দিলে সাতদিন শুনতে পাবে না।’ এখানেই থেমে থাকেননি দিলীপ। তাঁর মুখে কুকুরকে মুগুর দিয়ে সিধে করার মতো মন্তব্যও শোনা যায়। তিনি বলেন, ‘কামাচ্ছো, করে খাচ্ছ, খাও। কেন চুলকাচ্ছ? আমরা চুলকালে ঘা শুকোতে দেব না। অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধে করেছি। কোন কুকুরের কোন মুগুর দিলীপ ঘোষ জানে। এরপর এমন হলে একটাও বাইক পার হতে দেব না।’