মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল হুগলির গুড়াপ। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের৷ মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে৷ পূর্ব বর্ধমানের সীমান্ত লাগোয়া গুড়াপের কাংসারিপুরে জাতীয় সড়কের উপরে যাত্রী বোঝাই একটি টোটোকে ধাক্কা মারে দ্রুত গতির একটি ডাম্পার৷ যার জেরে চালক সহ টোটোয় থাকা সাত জনেরই মৃত্যু হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী ভর্তি টোটোটি ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে রাস্তা পেরোচ্ছিল৷ তখনই দ্রুত গতির ওই ডাম্পারটি সরাসরি এসে ওই টোটোয় ধাক্কা মারে৷ ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি৷ ঘটনাস্থলেই টোটোয় থাকা ৬ জন যাত্রীর মৃত্যু হয়৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে টোটো চালকেরও পরে মৃত্যু হয়৷
প্রসঙ্গত, দ্রুত গতির ডাম্পার যে আসছে, রাস্তা পেরনোর আগে সম্ভবত তা লক্ষ্য করেননি টোটো চালক৷ এই দুর্ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ৷ জাতীয় সড়কের উপরে তৈরি হয় যানজট৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে বিহান বেরা(২) ও বিদ্যুৎ বেরা(২৯), প্রীতি বেরা(২২)- বাড়ি দাদপুর থানার বক্কেশর এলাকায়। সৃজা ভট্টাচার্য্য(২০), বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। রামপ্রসাদ দাস(৬২) ও নূপুর দাস(৫০), বাড়ি পান্ডুয়ার রামেশ্বরপুর। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় টোটো চালক সৌমেন ঘোষের(২৩)। গুড়াপ থানার ভোতর এলাকায় তাঁর বাড়ি।