দমদম জংশনে ইন্টার লকিংয়ের কাজ চলবে। আর তাই ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত বাতিল করা হল শিয়ালদহ মেন শাখায় ১৪৩টি লোকাল ট্রেন! ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
যার ফলে এই ৫২ ঘণ্টা ভোগান্তির শিকার হতে হবে যাত্রীদের। মূলত শিয়ালদহ-ব্যারাকপুর-নৈহাটি সেকশনে এবং শিয়ালদহ-দমদম ক্যানটনমেন্ট সেকশনে ট্রেন বাতিল থাকছে। গোটা শিয়ালদহ ডিভিশনে ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার সমস্ত মাতৃভূমি লোকাল সাধারণ ট্রেন হিসাবে চলবে। বাতিল করা হয়েছে তিনটি মেল-এক্সপ্রেস। তালিকায় আছে, আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস ও হাওড়া সিউড়ি মেমু এক্সপ্রেস। স্বাভাবিক ভাবেই রেলের এই ঘোষণায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।