হাবড়ায় এসে সিএএ-র বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বলেন, বিজেপি দেশজুড়ে অশান্তির খেলা শুরু করেছে। বর্তমানে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়ায় এসে ফের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন মমতা।
সোমবার দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ। ভোটের আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ভাঁওতা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাবড়ার সভা থেকে তাঁর দাবি, ভোটের আগে প্রতারণা, ছলনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। সিএএ আদৌ বৈধ কিনা, সন্দেহ রয়েছে তাঁর।
মমতা হাবড়ার সভা থেকে দাবি করেন, ”বিজেপির নেতারা বলছেন সিএএ করে দিলাম। যাঁদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা একবার দরখাস্ত করলে সঙ্গে সঙ্গে তাঁরা নাগরিক থাকা সত্ত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন।” এই প্রসঙ্গেই মমতার প্রশ্ন, এইসব মানুষের সম্পত্তির কী হবে? চাকরির কী হবে? তাঁর দাবি, সবকিছুই বেআইনি ঘোষণা করে দেবে কেন্দ্রের সরকার। এটা অধিকার কাড়ার খেলা।