কিছুদিন আগেই রাজ্যের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি। সেখানে ২২ আসনে প্রার্থীর নাম ঘোষণা হলেও বাদ গিয়েছে মেদিনীপুর কেন্দ্র। অনুমান করা হচ্ছে, দ্বিতীয় দফার তালিকায় এই আসনে ফের দিলীপ ঘোষকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারে দল। এদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী মেদিনীপুর সদর কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া। যাঁকে কটাক্ষ করে গতকালই দিলীপ বলেছিলেন, মেদিনীপুরবাসী সুন্দর মুখ দেখে ভোট দেবেন না। এবার দিলীপের সেই মন্তব্যের পাল্টা দিলেন জুন। বললেন, মুখটাই সুন্দর নয়, আমার মনটাও সুন্দর। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, মোদীজির উন্নয়ন যদি তাঁর ‘তরবারি’ হয়, তবে জুনের অস্ত্র দিদির উন্নয়নের ভাণ্ডার।
প্রসঙ্গত, সোমবার জুনকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘সুন্দর মুখ দেখে ভোট দেওয়ার অভিজ্ঞতা মানুষের ভাল নয়। মেদিনীপুরবাসী সুন্দর মুখ দেখে ভোট দেবেন না।’ দিলীপের কটাক্ষের জবাবে সংবাদ মাধ্যমকে জুন বলেন, ‘দিলীপবাবু বিরোধী হতে পারেন কিন্তু রাজনীতিতে উনি আমার সিনিয়র। আমি শুধু বলব, সবাই সুন্দর মুখ দেখে ভোট দেবেন না। উন্নয়ন দেখে ভোট দেবেন। যদি আপনি মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী যদি হন তবে লড়াই আমি দেব। যুদ্ধের ময়দানে আমি এক ইঞ্চিও জমি ছাড়ব না।’ একইসঙ্গে দিলীপকে তাঁর খোঁচা, ‘আমাকে সুন্দর বলার জন্য আপনাকে ধন্যবাদ। তবে শুধু মুখ নয়, আমার মনটাও সুন্দর। আমি বিশ্বাস করি। মেদিনীপুর বিধানসভার মানুষের কাছে যখন আমি এই আড়াই বছরে পৌঁছতে পেরেছি, তখন বাকি ৬ টি বিধানসভার মানুষের কাছেও আমি পৌঁছতে পারব। এবং আপনার তরবারি যদি হয় মোদিজির উন্নয়ন, তাহলে আমার কাছে দিদি আছে। দিদির উন্নয়ন আছে।’