এবার উত্তরবঙ্গের মালদহ জেলায় একগুচ্ছ নতুন প্রকল্পের সুচনা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবাদ শিলান্যাস হল মন্ত্রীর সাবিনা ইয়াসমিনের হাত ধরে। রাজ্য সরকারের বরাদ্দকৃত প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে কালিয়াচকে কমিউনিটি হল, রাস্তা, নিকাশি নালা, নতুন সেতু নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হল। কালিয়াচক ১নং ব্লকে রাজ্য সরকারের উন্নয়নমুখী আটটি কাজের শিলান্যাস করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, বন ও ভূমিকর্মাধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, এদিন কালিয়াচক ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আটটি সরকারি উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে দুটি কমিউনিটি হল, একটি নতুন সেতু নির্মাণ, কালিয়াচক কলেজ যাওয়ার মুখে একটি রাস্তা, দুটো নিকাশি নালা, স্কুল বিল্ডিং নির্মাণ এবং কাঁঠালবাড়ি এলাকার একটি সেতু সংস্কার। সেই সব কাজের জন্যই প্রায় সাড়ে ৬ কোটি টাকার মধ্যে জেলা পরিষদ থেকে বরাদ্দ হয়েছে ১৭ লক্ষ টাকা। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে বাকি টাকা বরাদ্দ করা হয়েছে। এই উন্নয়নমূলক কাজ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া স্থানীয় বাসিন্দাদের মনে। রাজ্য সরকারকে কুর্নিশ ও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।