সোমবার বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিক ভাবে দেশে সিএএ চালুর কথা ঘোষণা করে মোদী সরকার। আর তার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দেন, কোনও বৈষম্য মানা হবে না।
সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ চলবে। এবার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও সিএএ-র বিরুদ্ধে ধরনার হুঁশিয়ারি দিলেন। তাঁর দাবি, ‘কী কী নথি লাগবে, সেটাই বলছে না। ভারতের প্রধানমন্ত্রীর যা নথি আছে, আমাদেরও তাই আছে। তাহলে আমরা সবাই নাগরিক। কোনও শর্ত দিয়ে নাগরিকত্ব নেওয়ার পক্ষে আমরা নই। কোথা থেকে মানুষ নথি দেবে, কীভাবে জোগাড় করবে, কেউ জানে না। ভোটের রাজনীতি করছে বিজেপি। সঠিক ভাবে সব তথ্য জানাতে না পারলে আমরা ধরনায় বসব।’