রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছেন শর্মিলা সরকার।
তিনি বর্তমানে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে সাইকিয়াট্রিক বিভাগে কর্মরত। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার আদি বাসিন্দা শর্মিলা দেবী। ছোটবেলার পড়াশুনা কাটোয়ার অগ্রদীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকেই। এরপর কাটোয়া কলেজ থেকে স্নাতক হন। এরপর কলকাতা থেকে তিনি পড়াশোনা করেন। তাঁর সঙ্গে বর্ধমানের নাড়ির টান। তাই অপেক্ষাকৃত আনকোরা মুখের ওপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।