শিয়রে লোকসভা নির্বাচন। ফাস্ট ল্যাপেই প্রতিপক্ষরা বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। সর্বপ্রথম এরাজ্যের ২০টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বিজেপি। এরপর গতকালই আসন্ন লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসকদল তৃণমূল। তবে এখনও পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি বাম-কংগ্রেস কিংবা আইএসএফ। এদিকে, আইএসএফ-এর সঙ্গে সম্প্রতি নির্বাচনী সমঝোতা নিয়ে কথা বলেছে বামেরা। সূত্রের খবর, আলিমুদ্দিন স্ট্রিটে হওয়া সেই বৈঠকে নওশাদ সিদ্দিকীদের দল যা আসন চেয়ে বসেছে তাতে বেজায় বিপাকে বামফ্রন্ট।
সম্প্রতি সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক হয় আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা করে ভোটে নামতে তৈরি আইএসএফ। তবে এক্ষেত্রে তাঁরা বামেদের কাছে ১৪টি আসন দাবি করেছে। আইএসএফ-এর এই দাবিতেই বেজায় জটিলতা তৈরি হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, বসিরহাট, উলুবেড়িয়া, বারাসত-সহ এরাজ্যের ১৪টি আসন বামেদের কাছে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলিকেই পাখির চোখ করে এগোতে চাইছে আইএসএফ।