শুক্রবার সন্ধ্যায় লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। আর সেই মঞ্চ থেকেই আগামী ১৭ মার্চ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের সব দলকে নিয়ে মহামিছিলের ডাক দিয়েছে তারা। গতকাক এই মিছিলের কথা জানান দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। জানা গিয়েছে, সব জোটসঙ্গীকে পত্র মারফত আমন্ত্রণ জানাবেন দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এদিকে প্রশ্ন উঠছে, তৃণমূল কি এই মহামিছিলে অংশ নেবে? উল্লেখ্য, তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরবেন না তিনি। রাজ্যে ‘একলা চলো’ নীতি নিয়েছে তাঁর দল। কিন্তু তৃণমূলের সঙ্গে জোটের আশা এখনও ছাড়েনি হাত শিবির। বরং বারবার জয়রাম রমেশের মতো বর্ষীয়ান নেতাকে বলতে শোনা গিয়েছে, বাংলায় তাঁদের জোটের দরজা এখনও বন্ধ হয়নি। এহেন অবস্থায় মহামিছিলে কি যাবে তৃণমূল? উঠছে প্রশ্ন।