কার্যত দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তবুও গোষ্ঠীকোন্দলের হাত থেকে রেহাই নেই বঙ্গ বিজেপির। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানে বাংলারও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে বিজেপি’র অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। এবার ক্ষুব্ধ বিজেপি কর্মীরা দক্ষিণ মালদহের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর প্রার্থী পদ বাতিলের আবেদন পাঠিয়েছেন দিল্লীর নেতাদের কাছে। ইমেলে ওই আবেদন ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কর্মীরা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডার কাছে ওই আবেদন পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরে।
প্রসঙ্গতউল্লেখ্য, ইংলিশবাজারের বিজেপি বিধায়ককে নিয়ে এতদিন বিরোধীরা নানা অভিযোগ তুলেছেন। তাঁর নামে ইংলিশবাজার থানায় ‘নিখোঁজ ডায়েরি’ করা হয়। তবে তাঁর প্রার্থী পদ বাতিলের আবেদন জানিয়ে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দলের একাংশের চিঠি পাঠানোর বিষয়টি নজিরবিহীন। বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা বলছেন, দলের বিধায়কের শংসাপত্র পেতে কাউকে তিন মাস ধরে হন্যে হয়ে ঘুরতে হয়েছিল। কেউ আবার বিধায়কের সিল ও স্বাক্ষরের জন্য অপেক্ষা করেছিলেন ছ’মাস। বেশিরভাগ সময় কলকাতা ও দিল্লীতে থাকেন শ্রীরূপাদেবী। ফলে বিষয়টি নিয়ে মালদহের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই মাথাব্যথা বেড়েছে বিজেপি নেতৃত্বের।