দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ এবং তাদের রহস্যময় মৃত্যুকে ঘিরে যোগীরাজ্যে চাঞ্চল্যের মাঝেই এবার গাছের ডালে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক নির্যাতিতার বাবার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন ওই ব্যক্তি।
এই ঘটনায় উত্তরপ্রদেশের যোগী সরকারকে তোপ দেগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর দাবি, এই জঙ্গলরাজে মহিলা হওয়া মানেই অপরাধের শিকার হওয়ার আশঙ্কা। কোনও আইন শৃঙ্খলাই নেই বিজেপি শাসিত এই রাজ্যে।
কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের কানপুরের এক ইটভাটিতে দুই নির্যাতিতার দেহ উদ্ধার হয়। তাদের জোর করে মদ খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ছিল পরিবারের। সম্পর্কে তারা তুতো বোন। বয়স যথাক্রমে ১৪ ও ১৬। এর পর তারা গাছের ডালে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে মনে করা হচ্ছে। তিন অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার অন্যতম এক নির্যাতিতার বাবার ঝুলন্ত দেহ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল।
দুই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ, মামলা তোলার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল অভিযুক্তদের পরিবারকে। আর তার জেরেই গণধর্ষিতা কিশোরীর ৪৫ বছর বয়সি বাবা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।