এর আগে একাধিকবার রুচিহীন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের বেফাঁস কথা বলে বসলেন বিজেপি নেতা তথাগত রায়। প্রাক-নির্বাচনী আবহে বিজেপির নেতা, কর্মী এবং আরএসএসের সংগঠকদের কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, শুক্রবার নারী দিবসের সকালে এই নিয়ে একটি টুইট করেছেন তিনি তথাগতর সেই টুইটের শব্দচয়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। টুইটে তথাগত লিখেছেন, “নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের ও আর এস এস সংগঠকদের বিভিন্নভাবে তৃণমূল বিষকন্যা, সুন্দরী মহিলা, আত্মীয়াদের ব্যবহার করে মানসিক বিড়ম্বনা, সময় নষ্ট, চরিত্র হনন ও পুলিশ কেস দেওয়ার চেষ্টা করবে।এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
উল্লেখ্য, শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে নারীর অধিকার সম্পর্কে মানুষকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এমন দিনে তথাগতর ‘তৃণমূলের বিষকন্যা’ শব্দবন্ধ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল বলেন, “সন্দেশখালিকে সামনে রেখে বিজেপি বাংলায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। কিন্তু আদতে ওরা যে নারীদের সম্মান করে না, তা তথাগত রায়ের এই টুইট থেকে আবারও প্রমাণিত হল”, জানিয়েছেন তিনি।