উত্তরপ্রদেশে ফের গুন্ডারাজ। প্রকাশ্যে গুলি করে খুন করা হল বিজেপির জেলাস্তরের নেতা প্রমোদ কুমার যাদবকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরের বোধাপুর গ্রামে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা যাচ্ছে, তোলাবাজি ও অপহরণ মামলায় গতকালই ৭ বছরের সাজা হয়েছে প্রাক্তন সাংসদ তথা জেডিইউ নেতা ধনঞ্জয় সিংয়ের। বাহুবলী এই নেতার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন প্রমোদ। ফলে তাঁর মৃত্যুতে রাজনীতি যোগের সম্ভাবনাও প্রকট হয়ে উঠছে।
পুলিশের তরফে জানা গিয়েছে, বোধাপুর গ্রামের বাসিন্দা ছিলেন বিজেপি নেতা প্রমোদ কুমার যাদব। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ দলীয় দপ্তরে যাওয়ার জন্য বেরিয়ে ছিলেন তিনি। নিজের স্কর্পিও গাড়িতে বাড়ি থেকে কিছুটা দূর আসার পর এক মোড়ের কাছে তাঁর গাড়ি আটকায় দুই বাইক আরোহী। বিয়ের কার্ড দেওয়ার অছিলায় তাঁরা দেখা করতে চান প্রমোদের সঙ্গে। অনুরোধ রাখতে গাড়ির কাঁচ নামাতেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে সেখান থেকে পালায় দুষ্কৃতীরা।
তড়িঘড়ি প্রমোদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই গ্রেপ্তার হবে দুষ্কৃতীরা। দলীয় নেতার হত্যার খবর পেয়ে হাসপাতালে আসেন জৌনপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃপাশঙ্কর সিং।