এবার মোদী সরকারকে কড়া কটাক্ষে বিঁধলেন চলচ্চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ। উল্লেখ্য, গত ২২শে জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন একছাদের তলায় এসেছিলেন বলিউড থেকে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির তারকারা। বিটাউনের খান সাম্রাজ্যের কেউ আমন্ত্রণ পাননি বটে, তবে প্রথমসারির বেশ কজন তারকারা শামিল হয়েছিলেন রামলালার প্রাণপ্রতিষ্ঠায়। এবার নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে অযোধ্যায় রামমন্দির নির্মাণকে ‘বিজ্ঞাপন’ বলে বিঁধলেন অনুরাগ কাশ্যপ। এর আগেসবরাবর মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনুরাগ কাশ্যপ। যে কোনও রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যুতে গেরুয়া শিবিরকে বিঁধতে ছাড়েন না পরিচালক। যার জেরে কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। এমনকী প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল তাঁর মেয়েকে। তবে তাতেও দমে যাননি পরিচালক। এবার কলকাতায় বসে রামমন্দির প্রসঙ্গে আরও বিজেপিকে বিঁধলেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতিই কলকাতায় এক অনুষ্ঠানের জন্য এসেছিলেন অনুরাগ। সেখানেই অযোধ্যা নিয়ে মুখ খোলেন তিনি। “২২শে জানুয়ারি অযোধ্যায় যা ঘটেছে, সেটা বিজ্ঞাপন ছাড়া আর কিচ্ছু না। আমি রামমন্দির উদ্বোধনটাকে এভাবে দেখি। খবরের মাঝখানে যেমন বিজ্ঞাপন দেখা যায়, তেমনই ওই অনুষ্ঠানটাও ২৪ ঘণ্টার একটা বিরতি মতো আমার কাছে। আমি নাস্তিক কেন জানেন? কারণ আমার জন্ম বারাণসিতে। আধ্যাত্মিক শহরে আমার জন্ম, আর আমি খুব কাছে দেখেছি ধর্ম নিয়ে কী ভীষণ রকমের ব্যবসা হয়। আপনারা হয়তো রামমন্দির বলেন, তবে ওটা কোনও দিন রামের মন্দিরই নয়। ওটা হল রামলালার মন্দির। আর গোটা দেশ এই পার্থক্যটাই বুঝতে পারছে না। ধর্ম হচ্ছে বখাটেদের শেষ আশ্রয়স্থল। যখন আপনার কাছে করার মতো কিছুই অবশিষ্ট থাকে না, তখন আপনি ধর্মের পথে পা বাড়ান। আমি নিজেকে সবসময় নাস্তিক বলি, কারণ আমি বড় হওয়ার সময়ে দেখেছি, নিরাশ লোকেরা মন্দিরে গিয়ে মুক্তির পথ খুঁজছে। যেন এমন কিছু বোতাম রয়েছে, যেটা টিপলেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন”, স্পষ্ট জানিয়েছেন তিনি।