প্রথম বৈঠকে দশটি রাজ্যের মধ্যে ছয়টির জন্য বেশিরভাগ প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস নির্বাচন কমিটি। বৈঠক শেষে প্রবীণ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, ‘শীঘ্রই একটি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে’। তিনি জানান, ‘আমরা কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগঢ়, দিল্লি এবং লাক্ষাদ্বীপ থেকে আসন চূড়ান্ত করেছি… প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে’।
সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রাহুল গান্ধী কেরালার ওয়ানাড থেকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে এবং জ্যোৎস্না মহন্ত কোরবা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছত্তিশগড় থেকে সব প্রধান নেতাই নির্বাচনের মাঠে থাকবেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে, কংগ্রেস কেরালা থেকে ২০টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর প্রার্থীদের মধ্যে থাকবেন বলে জানা গিয়েছে।
তবে কর্ণাটকে কংগ্রেস তাঁদের মন্ত্রীদের প্রার্থী করবে না বলেই জানা গিয়েছে। বেশিরভাগ মন্ত্রীই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নয় বলে জানা গিয়েছে। এই রাজ্য থেকে প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্য দলের প্রধান ডি কে শিবকুমারের ভাই, দলের সাংসদ ডি কে সুরেশ। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খারগের আসন কালবুর্গির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। শুক্রবার যে তালিকা নিয়ে আলোচনা করা হবে তাতে দিল্লি, ছত্তিশগঢ়, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, সিকিম এবং লাক্ষাদ্বীপ অন্তর্ভুক্ত রয়েছে।