আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগণ সভা ডেকেছে তৃণমূল। এই মুহূর্তে তার প্রস্তুতি চলছে পুরোদমে। তবে এবারের ব্রিগেডের সভার মঞ্চটি অন্যবারের তুলনায় একটু আলাদা করা হচ্ছে। সেই মঞ্চে র্যাম্প-এর ব্যবস্থা করা হচ্ছে। মঞ্চের সমস্ত দিক থেকে যাতে একেবারে দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছে যাওয় যায় সেকারণেই এই বিশেষ ব্যবস্থা। জানা গিয়েছে, প্রধান যে মঞ্চ করা হচ্ছে তাতেই এই র্যাম্প থাকবে।
প্রসঙ্গত, সিংহভাগ ক্ষেত্রেই দেখা যায় স্টেজে একজন বক্তব্য রাখছেন। আর সামনে হাজার হাজার জনতা। কিন্তু নেতা বা নেত্রীর সঙ্গে তাঁদের একটি দূরত্ব থেকেই যায়। তবে সেই দূরত্বটাও যাতে দূর করা যায় তার জন্যই র্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। এই র্যাম্প দিয়ে সরাসরি মূল মঞ্চ থেকে দর্শকদের কাছে চলে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দর্শকদের সঙ্গে নেত্রীর দূরত্ব আর থাকবে না। মূলত উপস্থিত তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন।